চকরিয়া তথা কক্সবাজার জেলার কৃতি সন্তান হিউম্যান রাইটস বাংলাদেশ ফাউন্ডেশনের কক্সবাজা শাখার মহাসচিব, তরুণ সমাজের অহংকার প্রিয় ভাই ফয়সাল চৌধুরী কক্সবাজারের প্রথম অনলাইন টিভি কক্স টিভিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় কক্স টিভি পরিবারের পক্ষ থেকে সুদক্ষ কর্মবীরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও স্বাগতম। সাথে রইল জন্ম দিনের শুভেচ্ছা। আপনার সুদক্ষ পরিচালনায় কক্স টিভি হয়ে উঠবে কক্সবাজারবাসী তথা জনসাধারণের জনপ্রিয় একটি অনলাইন টিভি চ্যানেল। আপনার ভবিষ্যৎ জীবন আরো গতিশীল সুন্দর হোক এমনটাই প্রত্যশা করছি।
শুভেচ্ছান্তে
এ.কে, এম রিদওয়ানুল করিম
চেয়ারম্যান
কক্স টিভি