গতকাল ২৪ অক্টোবর দৈনিক হিমছড়ি, আমাদের কক্সবাজার, রূপালী সৈকত, আলোকিত উখিয়াসহ বিভিন্ন পত্রিকায় “চকরিয়ায় মাদরাসা ছাত্রী অপহরণের অভিযোগে আটক-২, উদ্ধার হয়নি ৬দিনেও” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে জড়ানো হয়েছে। সংবাদে আমার অংশ নিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে; চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের শওকত ওসমান বাবুলের মেয়ে নূরে জন্নাত গত ১৭ অক্টোবর সাড়ে ৯টায় মাদরাসায় যাওয়ার পথে অপহরণের যে কথা বলা হয়েছে তার সাথে আমার নূন্যতম সম্পৃক্ততা নাই। কিন্তু আমাদের পারিবারিক পূর্বশত্রæতার কারণে ছাত্রীর পিতা শওকত ওসমান বাবুল বাদী হয়ে গত ১৯ অক্টোবর থানায় যে অভিযোগটি দিয়েছে তাতে অন্যায়ভাবে আমার নাম দিয়েছে। এ বিষয়ে আমি কিছু জানি কিনা জানতে চেয়েছিল থানা পুলিশ। উক্ত বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নাই বলে থানা থেকে চলে আসি। কিন্তু পত্রিকায় প্রকাশিত সংবাদে আমাদের গ্রেফতার দেখানো হয়েছে। যা অত্যন্ত দু:খজনক। আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন হোক এটি আমিও চাই। তাই প্রকাশিত সংবাদে আমার অংশ নিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি এবং সংবাদের আমার অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী- এরফানুল ইসলাম পিতা জাকের আহমদ
পশ্চিম সিকদারপাড়া, ২নং ওয়ার্ড, পূর্ববড়ভেওলা ইউনিয়ন
চকরিয়া,কক্সবাজার।