জহিরুল আলম সাগর,চকরিয়া:
চকরিয়ার ডুলাহাজারায় দুই ভাই-বোন সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট লুট করে নিয়ে গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ২৪ অক্টোবর (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে মালুমঘাট রিংভং সোয়াজানিয়া জিরানিখোলা বটতলী গ্রামে ঘটেছে এ ঘটনা।
অভিযোগে জানাগেছে, উপজেলার ডুলাহাজারা মালুমঘাট চা-বাগান এলাকার বাদশা মিয়ার কন্যা রুজিনা আক্তার (১৮) ও তার ভাই ম্যাজিক গাড়ী চালক জিয়া উদ্দিন বাবলু তাদের গৃহপালিত দুইটি গরু ম্যাজিক গাড়ী যোগে হারবাংস্থ তার এক আত্বীয় (খালা)কে বিক্রি করতে যায়। তন্মধ্যে ১টি গাভী গরু আত্বীয়ের কাছে নগদ ৪৫ হাজার টাকায় বিক্রি করেন। অপর গরুটি নিয়ে বাড়ি ফেরার পথে মালুমঘাট রিংভং সোয়াজানিয়া জিরানিখোলা বটতলী নামক এলাকায় ডুলাহাজারা ১নং ওয়ার্ড মেম্বার রফিকের নেতৃত্বে জনৈক রহিম উদ্দিন ও শফিউল আলমসহ ৭/৮জন সন্ত্রাসী তাদের ম্যাজিক গাড়ীটি গতিরোধ করে তাদের গৃহপালিত গরুটি চোরাইকৃত গরু আখ্যা দিয়ে দুই ভাই-বোনকে গাড়ী থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বেধম মারধর করে। এক পর্যায়ে গরু বিক্রির ৪৫ হাজার টাকা, ২টি মোবাইল সেট, ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তরা বিষয়টি স্থানীয় ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাজী নুরুল আমিন ও প্যানেল চেয়ারম্যান শওকত আলীকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এনিয়ে তারা মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন