চকরিয়া অফিস:
চকরিয়া মাল্টিমিডিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত CMSCমেধাবৃত্তি পরীক্ষা’২০১৮ এর সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ অক্টোবর সকাল ১০টায় স্কুল মিলনায়তনে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিতে¦ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আরফাত হোছাইন এবং সিনিয়র শিক্ষিক সাবেকুন নাহার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আলম আখের। বিশেষ অথিতি ছিলেন, আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদ্রাসার উপাধ্যাক্ষ ফয়েজ উল্লাহ নূরী, চকরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তছলিম উদ্দিন, লক্ষ্যারচর কাজীর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: জিএম রুকন উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক পারভীন আক্তার, শহিদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর প্রভাষক জামাল সাকিব, জাহাঙ্গীর আলম, সরওয়ার উদ্দিন প্রমুখ। প্রধান অথিতি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের ভ‚য়সি প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সনদ ও পুরষ্কার এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।