কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক তিন তিন বারের এম ইউ পি হারুনুর রশিদ মিয়াজী গত ৩ মাস যাবৎ ব্লাড ক্যান্সারে অাক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার উত্তরা অাহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালের আওতায় চিকিৎসাধীন রয়েছেন। হসপিটালের চিকিৎসাধীন অবস্থা থেকে গুরুতর অসুস্থ সাংবাদিক হারুনুর রশিদ মিয়াজী কে সাময়িকের জন্য অস্থায়ী ভাড়া বাসায় নিয়ে অাসেন। ২২ অক্টোবর দুপুর দেড়টায় চকরিয়া পৌর শহরের ২নং ওয়ার্ড হালকাকারাস্থ নজরুল মিয়ার মালিকানাধীন ভাড়া বাসায় গুরুতর অসুস্থ সাংবাদিক হারুনুর রশিদ মিয়াজীকে দেখতে যান চকরিয়া প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম.হান্নান শাহ্, অর্থ সম্পাদক জহিরুল অালম (সাগর),সামাজিক মহিলা উন্নয়ন সংস্থা কর্মনীড়’র নির্বাহী পরিচালক ও বিশিষ্ট নারী নেত্রী শাহানা বেগম প্রমুখ।##