বর্তমান মন্ত্রিসভাই বহাল রাখার ইঙ্গিত প্রধানমন্ত্রীর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকালে বর্তমান মন্ত্রিসভাই বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
তবে তিনি জানিয়েছেন, বিরোধী দল দাবি করলে মন্ত্রিসভার আকার ছোট করা হবে, নয়তো যেভাবে আছে সেভাবেই থাকবে।
সোমবার (২২ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তার সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।