চকরিয়া অফিস:
চকরিয়া জাগ্রত তরুণ ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত জাগ্রত তরুণ গোল্ড মেধাবৃত্তি পরীক্ষা’১৮ শুক্রবার ১৯অক্টোবর সম্পন্ন হয়েছে। চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় পৌরশহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে সার্বিক তত্ত্বাবধান করেন চকরিয়া জাগ্রত তরুণ ছাত্র সংসদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম। অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. জুবাইদুল হক, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সভাপতি মো. শওকত আলম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল করিম জিয়া প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন…