হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে পেকুয়া উপজেলার ৯টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোট পেকুয়া উপজেলার নেতৃবৃন্দরা। তারা গত ১৮ অক্টোবর উৎসবের নবমীতে উপজেলার এসব পূজা মন্ডপ পরিদর্শনকালে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু মহাজোট পেকুয়া উপজেলা শাখার সভাপতি সজল দেবনাথ, সাধারণ সম্পাদক শান্তুনু বিশ্বাস, সহসভাপতি রনজিত সুশিল, সিনিয়র যুগ্ম সম্পাদক সজিব শর্মা, সাংগঠনিক সম্পাদক সজল সুশিল, কোষাধ্যক্ষ সুকুমার সুশিল সহ বাংলাদেশ হিন্দু মহাজোট পেকুয়া উপজেলার অসংখ্য নেতাকর্মী ও সম্প্রদায়ের লোকজন এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।