গতকাল ১৯ অক্টোবর’১৮ দৈনিক কক্সবাজার পত্রিকায় শিরোনামে প্রকাশিত সংবাদটি আমরা পৌর ছাত্রলীগের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক ও উদ্যেশ্য প্রণোদিত। বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড় ছাত্রলীগের কমিটি গঠনের পর উক্ত কমিটি বার বার দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ার অভিযোগ থাকা স্বত্তেও পৌর ছাত্রলীগ পক্ষ থেকে তাদেরকে একাধিকবার চৌকস করা হয়েছে। এরপরও তাদের কাছ থেকে কোন জবাব পাওয়া যায়নি। এমনি তারা অগঠনতান্ত্রিক কাজে লিপ্ত থাকায় তাদের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। কমিটি ভেঙ্গে দেওয়ার বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের উপর কোন ধরণের চাপ ছিলনা। আমরা ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক জেলা ছাত্রলীগকে অবগত করেই পৌর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছি। কিন্তু ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কক্সবাজার জেলা ও চকরিয়া পৌরসভা ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যাচার করেছে। যার আদৌ কোন সত্যতা পাওয়া যাবেনা। তাই প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদ নিয়ে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি এবং সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি
প্রতিবাদকারী, মোঃ মিজানুর রহমান, সভাপতি,
বাংলাদেশ ছাত্রলীগ,চকরিয়া পৌরসভা শাখা।