চকরিয়া-পেকুয়ায় আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তথা মাঠের কর্মীরা ধর্য্যের কঠিন পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ এমনটি মন্তব্য করেছেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু
—————————————————————–
আগামী জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। সুযোগ সন্ধানী বেপারীদের আনাগোনা,উৎপাত যথারীতি শুরু হয়েগেছে-যা মাঠের কর্মীরা প্রতিবারই পরিলক্ষিত করেছে।এবার চকরিয়া-পেকুয়ার নির্বাচনী মাঠ কর্মীদের রক্ত,ঘাম,আর ত্যাগে উত্তপ্ত এক কড়াইয়ে পরিনত হয়েছে।আমাদের বিশ্বাস দীর্ঘ সময় ধরে লান্চিত,বঞ্চিত কর্মীদের উত্তাল মিছিলের দুরন্ত ট্রেনের চাকায় পিষ্ট হতে কোন সুবিধাবাদী, রাজনৈতিক লেবাসের জনধিক্কীত মৌসুমী ষড়যন্ত্রকারীরা মাথা টুকে দিবেন না।
মাননীয় প্রধানমন্ত্রী,আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা চকরিয়া-পেকুয়ার রাজনীতির মাঠের দীর্ঘসময়ের সুসময়-দুঃসময় পর্যবেক্ষণ করে চকরিয়া-পেকুয়ার জনপদের সবচাইতে জনপ্রিয়,জনবান্ধব,কর্মীবান্ধবনেতা জাফর আলম (বি,এ অনার্স এম,এ)এর হাতে নৌকা তুলে দিয়ে জনগনের ভোটে নির্বাচনের পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ।
চকরিয়া-পেকুয়ায় সংগঠনের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল উন্নয়নের বাস্তব উপহার নিয়ে মানুষের ঘরে ঘরে নৌকা প্রতীকের সালাম,মাননীয় নেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিচ্ছেন আর যারা ভোট বিহীননির্বাচন,তাবিজ-দোয়া,পিছনের দরজার পুরানো ষড়যন্ত্র আর চক্রান্তের উপর ভরসা করে আছেন সবিনয়ে আপনাদের ও বলছি যতশীঘ্র সম্ভব জনতা তথা কর্মীদের কাতারে চলে আসুন দেশ-জাতি তথা নিজের জন্য মঙ্গলময় হবে।
কারন- যে দেশে বঙ্গবন্ধুর যোগ্য তনয়া দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র পদদলিত করে জনগনের আাস্থা-বিশ্বাসে বলিয়ান হয়ে ২ মেয়াদে ক্ষমতায় থেকে অভাবনীয় উন্নয়নে দেশের চেহেরা পাল্টে দিয়েছেন-বিশ্বদরবারে চ্যালেন্জিং নেতৃত্বের চমক সৃষ্টি করেছেন সেই এগিয়ে যাওয়া দেশ ও জাতি কে বঙ্গবন্ধুর কন্যা,বিশ্বনেত্রী,দেশরত্ন শেখ হাসিনা কলন্কের তিলক-জনবিচ্ছিন্ন,আগন্তুক,সুবিধাবাদী,মৌসুমী তথা আমদানিকৃত কাউকে ভোটের রাজনীতিতে মনোনয়ন দিবেন না।
চকরিয়া-পেকুয়ার অবহেলিত,বঞ্চিত নেতাকর্মীদের ত্যাগের উপর মাননীয় নেত্রীর সুদৃষ্টি রয়েছে।সংগঠনের নির্যাতিত কর্মীরা গতবারের মাননীয় নেত্রীর সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে,এবার মাননীয় প্রধানমন্ত্রী,মমতাময়ীনেত্রী শেখ হাসিনা চকরিয়া-পেকুয়ার দীর্ঘদিনের বঞ্চিত,ত্যাগী নির্যাতিত কর্মীদের মনের দাবিটিই পূরন করে প্রমান করবেন-“বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মমতাময়ী নেত্রী সঠিক সময়ে নিজের হাত দিয়েই কর্মীর ভালবাসা-ত্যাগের মূল্যায়ন তথা পুরুস্কৃত করেন”।
চকরিয়া-পেকুয়ার সকল মাঠপর্যায়ের নেতাকর্মীরা সুদৃঢ ঐক্যবদ্ধ-জয়বাংলা, জয়বঙ্গবন্ধু।
—- জাহেদুল ইসলাম লিটু, সভাপতি চকরিয়া পৌর আওয়ামীলীগ, প্যানেল চেয়ারম্যান (১) জেলা পরিষদ,কক্সবাজার।
collect: Zahedul Islam Litu facebook id