সেলিম উদ্দীন,ঈদগাঁও।
কক্সবাজার সদরের ঈদগাঁওতে পাহাড় কেটে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ১জনকে আটক করা হয়েছে। রবিবার ৭ অক্টোবর
বিকাল ৩টার সময় সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার ঈদগাঁও শিয়া পাড়া কালির ছড়া এলাকা থেকে অবৈধভাবে পাহাড় কাটার উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে চড়া থেকে বালু উত্তোলন করে সুকৌশলে পাহাড় কাটার দায়ে মোহামুদুল হাসান মিনার (৩০) পিতা-মৃত আবু তাহের, সাং- শিয়া পাড়া, কালির ছড়াকে আটক করা হয়।
এসময় উক্ত কাজের মূল হোতা জসিম উদ্দিন (৪২), পিতা- শামসুল আলম, শিয়া পাড়া, কালির ছড়া, ঈদগাঁও ও জসিম উদ্দীন (৪০) পিতা-মৃত জলিল , সাং- ওয়াহেদের পাড়া, ইসলামাবাদ কে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে অবৈধভাবে পাহাড় কর্তন করে প্রায় দেড় হাজার ঘনফুট বালু উত্তোলন করে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ), ১৫(১)৫ ধারা অনুযায়ী মোহামুদুল হাসান মিনারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জসিম উদ্দিন (৪২), পিতা- শামসুল আলম ও (২) জসিম উদ্দীন (৪০), পিতা-মৃত জলিল, নামের ২ জনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করে। এসময় প্রায় দেড় হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম এর জিম্মায় রাখা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সাইফুল আশ্রাব।