এ.কে.এম রিদওয়ানুল করিমঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে এতিম হাফেজ শিশুদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী।
ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, হাফেজ ও মৌলনাদের উপস্থিতিতে হাফেজ এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন বিতরণকালে মুন্না চৌধুরী বলেন, আমার সদর ছাত্রলীগ হবে বঙ্গবন্ধুর আর্দশের ছাত্রলীগ। ইসলামী সংস্কৃতি বুকে ধারণ করে ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে থাকব ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করব। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রলীগ থেকে এক কদমও পিছপা হব না। যতই বিরুদী চক্র ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনা আছে, থাকবেন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে । দেশের স্বাধীনতা বিরুদী চক্র যেন ক্ষমতার গন্ধও নাই পায় সেদিকে খেয়াল রেখে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বস্থরের মানুষের কাছে আহবান জানান তিনি।
পরে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।