নিজস্ব সংবাদদাতা, মহেশখালী: মহেশখালী উপজেলার সাগরের মাতারবাড়ী চ্যানেলে ডাকাতির প্রস্তুুতিকালে মহেশখালীতে দায়িত্বরত কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ১টি বন্দুক সহ ৩ জলদস্যুকে অাটক করতে সক্ষম হয়েছে। আটক জলদস্যুদের মহেশখালী থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। মহেশখালী কোস্ট গার্ডের বদরখালীতে অবস্থিত ষ্টেশনের পেটি অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন,২৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টার সময় মহেশখালীর মাতারবাড়ীর- কুতুবদিয়া চ্যানেলে একদল জলদস্যু সাগরে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ওই স্থানে অভিযান পরিচালনা করে। বিকাল ৩টায় উজানটির অভিমুখে জলদস্যুরা পালানোর সময় কোস্টগার্ড তাদের ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে একটি দৈশিয় তৈরী বন্দুক ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে । আটককৃত জলদস্যুরা হলেন, কুতুবজোম তাজিয়া কাটা এলাকার ইয়াকুবনীর পুত্র ওসমানগণী(৩৬),কুতুবদিয়া উপজেলার উত্তর ধ্রুং নাথ পাড়ার মহিবুল্লাহ বাদশার পুত্র ফরহাদ(৩২)ও লেমশী খালী নতুন পাড়ার বাদশা মিয়ার পুত্র রুবেল মিয়া।