এ,কে,এম রিদওয়ানুল করিম ঃ কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন পি এম খালী ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছারের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোডাউন করা হয়েছে আজ।
পি এম খালী ইউনিয়নে এই সময় উপস্থিত ছিলেন সদর ছাত্রলীগ নেতা, জুয়েল সিকদার, নবিউল করিম, জাহাঙ্গীর আলম জয়, নুরুল আমিন, ইব্রাহীম খলিল, শাহাদাত আনোয়ার, এরশাদ, ছাত্রলীগ নেতা, আমিনুল ইসলাম সাদেক শফিক, নিহাল, জাহেদ, সোহেল, আবদুল্লাহ, আরিফুল আরফাত, শাহাদত হোসেন, রবি,আরিফ, মুন্না, এরশাদেহেদি, জিমন, মিজান, জসিম উদ্দিন সহ অসংখ্য
ছাত্রলীগের নেতা কর্মীরা। এই সময় নুরুল আবছার কক্স টিভিকে বলেন, আমি নুরুল আবছার আমি নেতা নই আমি একজন ছাত্রলীগের কর্মী। আমার নেতা মুন্না চৌধুরী আমাকে দায়িত্ব দিয়েছেন শুধু সাধারণ মানুষকে ভালবাসতে, তাদের বিপদে পাশে থাকতে বলেছেন। আমি এই পবিত্র দায়িত্ব সুন্দর ভাবে সবাইকে সাথে নিয়ে পালন করব ইনশাল্লাহ।