জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আ.ক.ম গিয়াস উদ্দিন
কক্স টিভি প্রতিবেদকঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন। গত ২০ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাহাকে সিনেট সদস্য মনোনীত করেন।
উল্লেখ্যযে, অধ্যক্ষ গিয়াস উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১ম স্থান অধিকার করে বিএ সম্মান ও ১ম স্থান অধিকার করে এম এ ডিগ্রি লাভ করেন। পরে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে ১৯৮৬ সালে চকরিয়া কলেজে (বর্তমান সরকারি) যোগদান করেন।
২০১১ সালে আ.ক.ম গিয়াসউদ্দিন যখন চকরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেয়ার পর থেকে অত্র কলেজের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তাহার তৎপরতায় অত্র কলেজে ৫ বিষয়ে অনার্স চালু করা হয়। ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়। শিক্ষকদের সাড়ে সাত বছরের বকেয়া বেতন পরিশোধ করে কলেজকে দেনা মুক্ত করা হয়।
দীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
এর পাশাপাশি তিনি দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক হিসেবে আছেন।