কক্স টিভি রিপোর্ট :
কক্স টিভির অগ্রযাত্রায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,সামাজিক,সাংস্কৃতিক কর্মী,বিশিষ্ট ব্যক্তি সহ বিভিন শ্রেণী ও পেশার মানুষের শুভেচ্ছা ধারাবাহিক ভাবে প্রচার করছি।
দর্শকদের চাহিদা পূরণে স্বপ্ন নিয়ে-আমাদের প্রয়াস।’ কক্স টিভি জনগণের সামনে নিত্যসঙ্গী হিসেবে উপস্থিত থাকবে এবং এই অগ্রযাত্রাকে সাবলীল ও সহযোগিতা করবে।
এবার আপনাদের জন্যও রয়েছে এই সুযোগ। কক্স টিভিকে শুভেচ্ছা জানান নতুনভাবে। আপনিও যদি চান ঠিক এভাবেই কক্স টিভির অগ্রযাত্রাকে শুভেচ্ছা জানাতে-অবশ্যই যোগাযোগ করুন কক্স টিভির এই নম্বরে-১৭৯৪৭৩৭২৭২,০১৮১৫৮১২৮৭২ (বার্তা বিভাগ)।চেয়ারম্যানঃঃ ০১৯৮৪৭৯৭৮৪০।