টেকনাফ প্রতিনিধিঃ২০ হাজার পিস ইয়াবা বড়ি,দুইটি ওয়াকিটকি, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা ও ২ নারীসহ ৩ জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।আটকরা হলেন, টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া এলাকার মো: আলমের স্ত্রী কসমী আক্তার (২৫), খানকার পাড়া এলাকার বুদরুছ মিয়ার ছেলে জিয়াবুল করিম(১৯) ও টেকনাফ সদরের বড় হাবির পাড়া এলাকার মো: বশিরের মেয়ে বেবী আক্তার(২০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তারই নিদের্শে পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহর নেতৃত্বে এস আই নাজিম উদ্দীন, এস আই সুব্রত রায়, এস আই বোরহান সহ একদল পুলিশ টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া এলাকায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো:আলমের বাড়ীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা বড়ি, দুইটি ওয়াকি টকি, ইয়াবা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা, ২ নারীসহ তাদের আটক করা হয়েছে।
(ওসি) রনজিত কুমার বড়ুয়া আরও বলেন, আটকদের সহ বাড়ীর মালিক মো: আলমকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে।