চকরিয়ায় সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত ডিলার ছাড়া অবৈধ খুচরা ডিলারদের বিরুদ্ধে সার বিক্রিতে কৃষকরা ক্ষুদ্ধ
এস.এম.হান্নান শাহ চকরিয়া ::
চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার ও বিএম চর ইউনিয়নের বহদ্দার কাটা এলাকায় সরকারী ভাবে কোন নিয়োগ প্রাপ্ত ছাড়া ও কার্ড বিহীন অাইনগত ভাবে নীতিমালার বাহিরে গিয়ে এমনকি সরকারী নিয়ম বহিভুর্তভাবে তাদের ইচ্ছার বিরুদ্ধে মনগড়া কোন অাইনকে তোয়াক্কা না করে অবৈধ একদল খুচরা সার ডিলার নামের সেন্টিকেড চক্রদের কাছে অতিষ্ট হয়ে পড়েছে বলে গরীব কৃষকদের মাঝে ব্যাপক প্রতারনা ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগসুত্রে জানাগেছে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন ও বিএমচর ইউনিয়নের অাওতায় বেতুয়া বাজার ও বহদ্দারকাটা ষ্টেশন সংলগ্ন এলাকায় খুচরা সার ডিলারদের সরকারীভাবে নিয়োগপ্রাপ্ত কার্ডধারী ও লিষ্টভুক্তরা বৈধ নামের তালিকায় অন্তরভুক্ত রয়েছেন সর্বমোট ৯জন খুচরা সার ডিলার বিক্রিতা রয়েছেন। যথাক্রমে এরা হলেন, মামুনুর অালম, জুনাইদ,মিজানুর রহমান,বশিরুল অালম, মনজুর অালম, জাফর অালম, মৌ.বশিরুল অালম, অালতাফ, শাহা অালম। এমত অবস্থায় অন্যদিকে অাইনের চোঁখফাকি দিয়ে অবৈধ ভাবে বেপরোয়া বাণিজ্যকরে খুচরা সার ডিলার নামদিয়ে গরিব সাধারন কৃষকদের কাছে ব্যাপক প্রতারনা ও দেদারছে সার বাণিজ্য করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযুক্ত গরীব কৃষকের মাঝে প্রতারনার অাশ্রয় নিয়েছেন।এরা হলেন,বেতুয়া বাজার এলাকার স্থানীয় নুরুল অালম, নুরুল মোস্তফা, মো.মানিক, নজরুল ইসলাম, অপরদিকে বহদ্দারকাটা এলাকার স্থানীয় অাবদুল মোনাফ, মৌ.ফরিদ, অাবদুল মন্নান, রুবেল, অালমগীর, শামিম মুন্সীসহ এসব অবৈধভাবে খুচরা সার বিক্রিতা ডিলার নামের মোট ১০জনের বিরুদ্ধে শ্রীঘ্রই অাইনের অাওতায় এনে অবৈধ সার বাণিজ্য বন্ধ করার জন্য স্থানীয় সরকারী বৈধ কার্ডধারী নিয়োগ প্রাপ্তদের পক্ষথেকে জরুরী ভিক্তিতে কৃষিবিভাগের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।