শাহজাহান চৌধুরী শাহীনের প্রতিবেদন
মাথিনের কুপ। কক্সবাজার এর সীমান্ত উপজেলা টেকনাফ থানা কম্পাউন্ডে অবস্থিত এ কুপটির নিথর জলে মিশে আছে বিষাদ আর বেদনাবিধূুর এক প্রেমের গল্প। যা এখনও স্পর্শ করে মানুষের হৃদয়। অতৃপ্ত প্রেমের এই অমর গাথাঁ নিয়ে দেখুন শাহজাহান চৌধুরী শাহীনের প্রতিবেদন।
বিংশ শতাব্দীর প্রথম দিকে টেকনাফ থানায় বদলী হয়ে আসে ধীরাজ ভট্টাচার্য নামের পুলিশ কর্মকর্তা। থানার কূপ থেকে জল নিতে আসা স্থানীয় রাখাইন জমিদার কন্যা মাথিনের সাথে ঘটে যায় হৃদয় দেয়া নেয়া।
১৯৩০ সালে লাহোরের ইউনিক পাবলিকেসন্স থেকে প্রকাশিত ধীরাজের আত্মজীবনীমূলক যখন পুলিশ ছিলাম শিরোনামের গ্রন্থে লিখেছেন মাথিন প্রসঙ্গ। যদিওবা বিষয়টি নিয়ে জমিদার পরিবার ও রাখাইন গবেষকদের রয়েছে ভিন্নমত।
তবে ইতিহাসবিদ ও মাথিন প্রসঙ্গের উৎস সন্ধানকারীরা বলছেন ঘটনাটি সত্য প্রেমের বেদনার্ত অধ্যায়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাথিনের কূপের পাশে ধীরাজের আবক্ষ মূর্তি স্থাপনের পাশাপশি স্মৃতি সংরক্ষনে নেয়া হয়েছে উদ্যোগ, জানান এই পুলিশ কর্মকর্তা।