শাহেদুল ইসলাম মনির॥
কুতুবদিয়ার প্রাচীনতম বিদ্যাপিঠ কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কক্সবাজার সদরে অনুষ্ঠিত ৪৭ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে দ্বিতীয় বারের মত জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার বায়তুশ-শরফ জব্বারিয়া একাডেমীর জেলায় কাবাডিতে টানা দ্বিতীয় বারের
মাঠে অনুষ্টিত ফাইনাল ম্যাচে ঈদগাহ আদর্শ শিশু নিকেতনকে ৩৬-১৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়নশীপ অর্জন করে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
সকাল ১০টায় উক্ত মাঠে অনুষ্ঠিত সেমি-ফাইনালে রামু জালালতলী উচ্চ বিদ্যালয়কে ৪৫-১২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কুতুবদিয়ার দামাল ছেলেরা।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আক্কাস উদ্দিন বলেন, আমার স্কুলের ছেলেরা অত্যন্ত পরিশ্রম করে আজ যে জয় ছিনিয়ে এনেছে এই গর্ব শুধু আমাদের নয় সারা কুতুবদিয়াবাসীর। আমি তাদের সাফল্য কামনা করি।