কুতুবদিয়ায় অর্ধ ডজন মামলার পলাতক আসামী ডাকাত ফজল করিম আটক
===========================================
লিটন কুতুবী,
=======
ডাকাতি প্রস্তুতি নেয়ার খবর পেয়ে কুতুবদিয়া থানার ওসির নির্দেশে অপারেশন অফিসার এস,আই (উপ-পরিদর্শক) জয়নাল আবেদীন পোর্স নিয়ে গত শুক্রবার রাতে উত্তর ধুরুং ইউনিয়নের জুম্মাপাড়া ব্র্যাক সেন্টারে অভিযান চালিয়ে ফজল করিম (২৬) নামক আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যকে পুলিশ আটক করে। পুলিশ তার থেকে একটি এলজি বন্ধুক উদ্ধার করে। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, আটক ডাকাত ফজল করিম উত্তর ধুরুং ইউনিয়নের বাকঁখালী গ্রামের মোক্তার আহমদের ছেলে। তার বিরুদ্ধে মহেশখালী,কুতুবদিয়া থানায় অপহরণ, ডাকাতি, অস্ত্র ও ডাকাতি প্রস্তুুতিসহ অর্ধ ডজন মামলার দীর্ঘদিনের পলাতক আসামী। থানার অপারেশন অফিসার গত শুক্রবার রাতে জুম্মাপাড়ার ব্র্যাক সেন্টারে ৮/১০জন ডাকাত মিলে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ফজল করিমকে অস্ত্রসহ আটক করে বলে নিশ্চিত করেন। তার বিরুদ্ধে পূর্বে মামলা ছাড়াও বর্তমানে কুতুবদিয়া থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলা হয়েছে বলে জানান।