কক্স টিভি ডেক্সঃ৭ সেপ্টেম্বর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এদিন বেলা ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পযর্ন্ত অত্র প্রেসক্লাবের স্ব-স্ব সদস্যদের গণতন্ত্রের পক্রিয়া অনুযায়ী ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করা হয়। এতে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠ চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা ও দৈনিক হিমছড়ি চকরিয়া অফিস প্রধান মো: আবদুল মজিদ, তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আলোকিত বাংলাদেশ চকরিয়া প্রতিনিধি বিএম হাবিব উল্লাহ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক চকরিয়া প্রতিনিধি একেএম বেলাল উদ্দিন, তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দৈনিক সংগ্রাম চকরিয়া প্রতিনিধি শাহজালাল শাহেদ। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক সকালের সময়/দৈনিক অাজকের দেশ বিদেশ প্রতিনিধি এস.এম.হান্নান শাহ, তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দৈনিক বাংলাদেশের খবর ও আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আবদুল করিম বিটু। এছাড়াও বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে দৈনিক অামাদের অর্থনীতি ও আমাদের নতুন সময় চকরিয়া প্রতিনিধি এম. রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক পদে আমাদের কক্সবাজার চকরিয়া প্রতিনিধি জহিরুল আলম সাগর, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলাদেশ বেতারের মোহাম্মদ জাহেদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশজনতা চকরিয়া প্রতিনিধি এম নুরুদ্দোজা জনি, দপ্তর সম্পাদক পদে দৈনিক খবরপত্র ও ইনানী চকরিয়া প্রতিনিধি অলি উল্লাহ রনি, ৩টি নির্বাহী সদস্য পদে দৈনিক জনতা কক্সবাজার জেলা প্রতিনিধি মো: আবদুল মতিন চৌধুরী, মো: ফেরদৌস ওয়াহিদ ও সাঈদী আকবর ফয়সাল। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জাতীয় দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল হক ও রিটার্নিং কর্মকর্তা ছিলেন ক্লাবের আজীবন দাতা সদস্য মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি আবদুল মতিন চৌধুরী, সিনিয়র সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি বিএম হাবিব উল্লাহ, সিনিয়র সদস্য ও দৈনিক আজকালের খবর-সকালের কক্সবাজার প্রতিনিধি জামাল হোছাইন, সদস্য ও সাবেক সভাপতি দৈনিক করতোয়া-কক্সবাজার ৭১ প্রতিনিধি এম আলী হোসেন, সদস্য- দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ এবং সদস্য- বাংলাদেশের খবর-আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আবদুল করিম বিটু।
এদিকে নির্বাচন কার্যক্রমে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করে ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, সোলতান আহমদ, কক্স টিভির চেয়ারম্যান একেএম রিদুয়ানুল করিম, আওয়ামীলীগ নেতা জয়নাল আবদীন, হিরু, রুহুল কাদের, জাহেদুল ইসলাম, পৌরসভা তরুণলীগের সভাপতি আবদুর রশিদ, সাংবাদিক শাহনেওয়াজ জিল্লু, শাহরিয়ার মাহমুদ, আতিক টেলিকমের আতিক, হারুণ কম্পিউটারের মো: হারুন রশিদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, আকিত হোসেন সজিব প্রমূখ। এদিকে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এমএ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির সহ সুশীল সমাজের বিশিষ্টজন ও সর্বস্থরের রাজনৈতিক নেতৃবৃন্দরা।