স্টাফ রিপোর্ট :
ইন্ডিয়ার ২৪ ঘন্টার সংবাদ ভিত্তিক রাষ্ট্রীয় নিউজ চ্যানেল কলকাতা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি, নিউজ কক্সবাজার ডটকম এর সম্পাদক জেলার প্রখ্যাত তরুণ সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহিন কক্সবাজারের প্রথম অনলাইন টিভি কক্স টিভিতে Chief News Editor(CNE) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।গত ১ সেপ্টের থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। কক্স টিভি পরিবারের পক্ষ থেকে সুদক্ষ কর্মবীরকে প্রাণঢালা অভিনন্দন ও স্বাগতম জানিয়েছেন। তার সুদক্ষ পরিচালনায় কক্স টিভি হয়ে উঠবে কক্সবাজারবাসী তথা জনসাধারণের জনপ্রিয় একটি অনলাইন টিভি চ্যানেল।
তার ভবিষ্যৎ জীবন আরো গতিশীল সুন্দর হোক এমনটাই প্রত্যশা করেন কক্স টিভির চেয়ারম্যান এ.কে, এম রিদওয়ানুল করিম।