কক্সবাজারের চকরিয়ার ছাত্র ও যুব রাজনীতির আইডল, এ জনপদের বঞ্চিত ও অবহেলিত মানুষের সাহসের ঠিকানা এবং তৃণমূল নেতাকর্মীদের বিশ্বস্থ ত্যাগী নেতা জাহেদুল ইসলাম লিটু। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া পৌরসভা শাখার গণতন্ত্রিক পক্রিয়ায় নির্বাচিত সভাপতি। যার অনুপ্রেরণায় অনেক নিবেদিত প্রাণ কর্মী-সমর্থকরা এখনো রাজনীতি করতে সাহস পান। দীর্ঘদিন ধরে বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও ত্যাগী ও বঞ্চিত রয়েছে অনেক নেতাকর্মী। কিন্তু পাওয়া-নাপাওয়া কিছু থাকলেও লিটুর সমর্থন থেকে সড়ে দাঁড়ায়নি নেতাকর্মীরা। তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত অজস্র নেতাকর্মী। তাহার এই দূর্দিন-দু:সময়ে বরারবরের মতই সাহস যুগিয়ে সাথে ছিলেন দলের নিবেদিত প্রাণ এসব নেতাকর্মীরা। আমরাও কোনদিন ভুলতে পারিনি লিটুর ভাইয়ের ভালবাসার কথা। মহান আল্লাহ তায়ালা চাইলে ভয়ংকর মুছিবত থেকে, এমনকি মৃত্যুর পথ থেকেও মানুষকে বাঁচাতে পারেন। তারই এক বৃহৎ নমুনা জনগনের নেতা জাহেদুল ইসলাম লিটু। সম্প্রতি ঘটে একটি দূর্ঘটনা তারই একটি অংশ। আমরা মনে করি জনগন এবং দলের নিবেদিত প্রাণ ত্যাগী কর্মীদের জন্যই আপনার বেঁছে থাকা। আল্লাহ তায়ালা আপনার দীর্ঘায়ু ও শাররীর সুস্থতা দান করুক-আমিন। পাশাপাশি দুইটি শোকাহত পরিবারের প্রতি আজীবন সম্মান ও সহযোগিতা দিয়ে যাবেন এ প্রত্যাশা করি। আপনার চলার পথে সবসময় সাথে পাবেন পূর্বেকার মতই। শুভ-কামনা ও দোয়া রহিল। ইতি- আপনারই স্নেহের আবদুল মজিদ, সভাপতি,চকরিয়া প্রেস ক্লাব ও বার্তা সম্পাদক কক্স টিভি।