এমশাদ মেহেরাব জুভেনাইলের বৃত্তি পেয়েছিল
সার্টিফিকেট ক্রেস্ট গুলো দেখে দেখে চোখের জলে বুক ভাষিয়ে দিন কাটান সন্তান হারা বাবা মা
এসব এখন শুধুই স্মৃতি
জুভেনাইল সমাজ উন্নয়ন সংস্থা সাবেক নাম জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতির নেতৃত্বে সংস্থার নেতৃবৃন্দ ২৪ আগষ্ট মাতামুহুরী নদীতে নিহত এমশাদ মেহেরাবের বাবা মার সাথে সাক্ষাৎকার ও মতবিনিময় করেন। এসময় এমশাদ মেহেরাব এর বাবা আনোয়ার শপিং কমপ্লেক্স এর সত্বাধিকারী আনোয়ার সাহেব ও তাদের মা সংস্থার নেতৃবৃন্দকে বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ে তিনজনই আপনাদের জুভেনাইল ভয়েস ক্লাবের জুভেনাইল ভয়েস মেধা বৃত্তি পেয়েছিল। সন্তান হারা বাবা মার কথা শুনে এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। বাবা মা কান্নাজনিত কন্ঠে আরো বলেন আমাদের দুই আদরের সন্তানদের হারিয়ে আমরা আজ নিঃস্ব, আমরা কোন অবস্থাতেই মনকে বুঝাতে পারছি না। আল্লাহ আমাদের বুকের ধনকে কেড়ে নিয়ে এ কেমন পরীক্ষা করল। এমশাদ ও মেহেরাব বরাবরই মেধাবী ছাত্র ছিল। তাদের মেধার স্বীকৃতি অর্জন করে আসছিল ক্লাস ওয়ান টু থেকে। তারা বহু বৃত্তি পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তীর্ণের পুরষ্কার সার্টিফিকেট, ক্রেস্টগুলো দেখিয়ে দেখিয়ে মাঝে মাঝে মা বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি এ কে এম রিদওয়ানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক সাঈদী আকবর ফয়সাল ও বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার, সদস্য মোঃ হারুন বশির পারভেজ প্রমুখ।