লিটন কুতুবী,
————–
কুতুবদিয়ায় আন্তঃজেলা ডাকাত করিম পুলিশের অভিযানে আটক হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নালের নেতৃত্বে কুতুবদিয়া উপকূলের লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাট এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত মাহামুদুল করিম প্রকাশ বাইট্টা করিম্যাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, করিম উত্তর ধুরুং ইউনিয়নের সাদের ঘোনার বাসিন্দা মৃত উলা মিয়ার ছেলে। বাশঁখালী উপকূল থেকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে জলদস্যুরা ৩৬ জেলেকে হত্যা করে। সে জি,আর ৩৬/১৩ নং হত্যা মামলার অন্যতম আসামী। এছাড়াও জিআর১১৪/১৬নং ডাকাতিসহ ট্রলার পোড়ানো মামলার ও আসামী। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানা,বাশঁখালী থানা,আনোয়ারা থানা, পটুয়াখালী জেলার মহিপুর থানায় হত্যা, অপহরণ, ডাকাতিসহ অর্ধ ডজন মামলার দীর্ঘদিনের পলাতক আসামী বলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত শুক্রবার সন্ধ্যায় ডাকাত করিম পুলিশের হাতে আটক হওয়ার পর গভীর রাতে তার স্বীকারোক্তি মতে উত্তর ধুরুং তার আস্তানা থেকে কার্তুজসহ একটি বন্দুক উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে ডাকাত করিমকে কুতুবদিয়া জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।