কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ে সামাজিক বনায়নের বাগান জবর দখল করার সময় জনতা ৪জন দূষ্কতিকারী সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে মামলা রুজু করে কোর্টে চালান দিয়েছে।
এলাকাবাসি জানায়; চকরিয়ার উত্তর হারবাংয়ের সাবানঘাটা এলাকার আবু তাহের ও আরিফ আরও ৪-৫জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে হারবাং ৮নং ওয়ার্ডের গয়াল মারা এলাকার বনবিভাগের সামাজিক বনায়নের উপকারভোগী ইসলাম সওদাগর ও মোঃ জুবাইয়ের হোসেনের বনায়ন জবরদখল করতে যায়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে বরইতলীর মছন্যাকাটার জয়নাল আবেদীন(৩৫), জাকির হোসেন(৪৫), আবদুল গফুর(২৬) ও পূর্ব বড় ভেওলার মনছুর আলম (৩২)কে একটি লম্বা বন্দুক ও কিরিচসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় সন্ত্রাসী আবু তাহের ও আরিফ পালিয়ে যায়। অপর দিকে স্থানীয় জনতা উপজেলার ডুলাহাজারা থেকে ১টি লম্বা মন্দুকসহ আহমদ হোছন (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। চকরিয়া থানার ওসি(তদন্ত) মোঃ ইয়াছির আরাফাত জানান সন্ত্রাসীদেরকে অস্ত্র আইনে মামলা করে কোর্টে প্রেরন করা হয়েছে।