সংবাদ বিজ্ঞপ্তি:
আদর্শ নাগরিক তৈরির লক্ষে অমজাখালী মানব কল্যান সোসাইটির মতবিনিময় সভা অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ২৩ আগষ্ট বিকাল ৩টায় অনুষ্টিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সবার সম্মতিক্রমে সভাপতি হিসাবে নির্বাচিত হন জিয়াবুল করিম (দিদার), সহ সভাপতি জিল্লু রহমান,সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহেদি হাসান(জিকু),অর্থ সম্পাদক মুহাম্মদ রায়হান আহমেদ,প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম(মনির),ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আজমগীর(সাজ্জাদ),দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ রোকনুজ্জামান
সাধারণ সদস্য-আব্দুল্লাহ্ মেহেদী জিহান,হাফেজ রহমত উল্লাহ,জাহাঙ্গীর আলম(জিহাম),সভায় সভাপতির বক্তব্যে বলেন,সমাজ কে সুুুশিক্ষিত সমাজ গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।