সোনালী প্রত্যশা ছাত্র কল্যাণ সমবায় সমিতির ক্যুইজ প্রতিযোগিতার পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২৩ আগষ্ট বিকাল ৩ টায় অনুষ্টিত হয়েছে। আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরঙ্গজেব মাতবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুছ, কক্স টিভি ডট কম এর চেয়ারম্যান ও জুভেনাইল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এ.কে.এম রিদওয়ানুল করিম, সোনালী প্রত্যশা ছাত্র-কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে কু্ইজ প্রতিয়োগিতার পুরষ্কার ক্রেস্ট ও সার্টিফিকেট কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।