নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
আটমাস আগে ২০১৭ সালের ২২ নভেম্বর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনার বহু প্রতিক্ষার পর অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদে ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মোহাম্মদ মারুফ সভাপতি ও আরহাম মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ৩১ জুলাই বুধবার কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়।
অনুমোদিত কমিটিতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন রুবেল, তৌয়াছিন আনোয়ার জিহান, সাইফুল ইসলাম ও আবু ইউসুফ জয়। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বুলেট ফারুক, আকিদ হোসেন সাজিদ এবং জাহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তামিম জানান, আগামী একবছরের জন্য চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এরাই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
তিনি জানান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজিদ হোসেন সাকিব ও সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু এবং সাবেক সহ-সভাপতি তারেক রাহিতকে জেলা ছাত্রলীগের সদস্য করা হয়েছে।