এ,কে,এম রিদওয়ানুল করিমঃ
আগামী ২৫শে জুলাই কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে কক্সবাজার সমিতি পাড়া,পশ্চিম কুতুবদিয়া পাড়া,কুতুব বাজার,মোস্তাক পাড়া,বাসিন্না পাড়া, উত্তর কুতুবদিয়া পাড়া,মধ্যম কুতুবদিয়া পাড়া,দক্ষিণ কুতুবদিয়া পাড়া,বন্দর পাড়া ও পদানার ডেইল বাজার সহ নির্বাচনী প্রচারণায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী,কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী ও কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরঙ্গজেব মাতবরসহ কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য শফিউল আলম,কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম,সাবেক কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যান মন্জুর আলম সিকদার, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাস্টার আহমদ উল্লাহ, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সেলিম চৌধুরী,কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর,উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দোল্লাহ, সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সম্পাদক সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,ওয়ার্ড আওয়ামীলীগের শত শত নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নৌকা প্রতীককে জয় করার জন্য কক্সবাজার বাসীর ঘরে ঘরে গিয়ে ভোট চাইলেন।