জুভেনাইলের ৫১ সদস্য অনুমোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
দৈনিক রূপালী সৈকত পত্রিকায় গত ২১ জুলাই ২০১৮ইং ৪র্থ পৃষ্টায় প্রকাশিত জুভেনাইল ভয়েস ক্লাবের ৫১ সদস্য কমিটি অনুমোদিত শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। যা বাস্তবতার সাথে বিন্দুমাত্র মিল নেই। প্রকৃত সংবাদ জুভেনাইল ভয়েস ক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকিত হোসেন (সজীব) কে সাম্প্রতিক সময়ে ক্লাবের সদস্যদের সাথে অসাংগঠনিক আচরণ, নিয়ম শৃঙ্খলা না মানাসহ নানা অনিয়ম সর্বোপরি চেইন অব কমান্ড না মানার কারণে কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্ত মোতাবেক গত ১৪ জুলাই ২০১৮ইং তারিখ ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ,কে,এম রিদওয়ানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাব থেকে বহিস্কার করা হয়।
বহিস্কৃত সদস্য আকিত হোসেন (সজীব) পদ পদবী হারিয়ে অনেকটা কান্ডজ্ঞানহীন হয়ে কেন্দ্রীয় কমিটির অনুমতি ব্যতীত নিজেকে স্বঘোষিত সভাপতি দাবী করে ভুঁয়া ৫১ সদস্য কমিটি দেখিয়ে পত্রিকায় সংবাদটি প্রকাশ করে। সংবাদে উল্লেখিত ৫১ সদস্য বিশিষ্ট কোন কমিটি কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয়নি।
এরূপ মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এরূপ সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরণের কোন সংবাদ প্রকাশিত করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবাদকারী
এ,কে,এম রিদওয়ানুল করিম
সভাপতি
জুভেনাইল ভয়েস ক্লাব, কেন্দ্রীয় কমিটি।