মহেশখালীর কালারমার ছড়ার অভিযানস্থল থেকে অভিযানের নেতৃত্বদানকারী র্যাবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কক্স টিভিকে জানান -এখনও অভিযান চলছে। অভিযানে বেশ সাফল্য রয়েছে। মূল অভিযান শেষ হওয়ার পর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে র্যাবের তরফে জানানো হয়েছিল -রাতে মহেশখালীর পাহাড়ে চালানো র্যাবের অভিযানে অবৈধ বন্দুক তৈরির একটি বড়ো কারখানার সন্ধান পাওয়াগেছে। অভিযানে তারা ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র। শুরুর দিকে কালারমার ছড়া বাজারে উপস্থিত একাধিক ব্যক্তি জানান -প্রথম দিকে তাবলীগ জামায়াতের সদস্য হিসেবে র্যাবের একটি ইউনিট এলাকায় আসেন। অভিযান শুরুর পর দু’দফায় র্যাবের আরও দুইটি বড় দলকে অভিযানস্থলে আসতে দেখেছেন তারা।
এদিকে র্যাবের এই সন্ত্রাস বিরোধী অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।