চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন জলাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না প্রশাসনের সুদৃষ্টি কামনা
এ.কে.এম রিদওয়ানুল করিম ঃ
চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সরকারি নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীরা কিন্তু জলাবদ্ধতার কারণে বিপুল পতিত জমিতে বৃক্ষরোপণ সম্ভব হচ্ছে না। অবিলম্বে স্থানীয় উপর্যুক্ত প্রশাসনকে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ড্রেইন নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ । প্রধান শিক্ষক পৌরসভায় সম্প্রতি জমা দেয়া আবেদন পত্রটি সদয় বিবেচনার অনুরোধ জানিয়েছেন । চিরিঙ্গার নালার সকল ময়লা স্কুলের জমিতে ছেড়ে দিয়ে স্কুলকে ভাগাড়ে পরিণত হওয়া থেকে রক্ষা করতেও সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। ছাত্ররা জানিয়েছেন বার বার আবেদন করে আমরা কোন প্রতিকার পাচ্ছি না। স্কুল মাঠ সংস্কারের দাবি জানিয়ে আসছি সেই ২০১৫ সাল থেকে কিন্তু কারো কোন সাড়া নেই। স্কুলের চারদিকে পানি আর পানি যার কারণে প্রধান মন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তারা বলেন,” আমরা চারা গাছ পেয়েছি টিকই, পানির মধ্যে কোথায় রোপন করব। আমরা এ স্কুলের ছাত্র হয়ে কি দোষ করেছি। সম্প্রতি আমাদের স্কুলের ছাত্র রাষ্ট্রপতি পুরষ্কার অর্জন করেছে। পড়ালেখা, খেলাধুলার পর্যাপ্ত সুব্যবস্থা থাকলে অারো অনেক সুনাম অর্জন করতে পারতেন বলে দাবী করেন তারা।।