এসএসসি পরীক্ষাটা দেওয়া হলনা এমশাদের। স্কুল জীবনের ১২টি বছর পার হওয়ার আগ মুহূূর্তে এমশাদ যখন চিন্তা করছিল স্কুল জীবনতো প্রায় শেষ আর মাত্র কয়টা দিন বাকি কিন্তু যখন স্কুল জীবন শেষ হবে তখন আমার বন্ধুদের পাবো কয়। যাদেরকে না দেখলে আমি একদিনও থাকতে পারিনা, যাদেরকে মনের কথা না বললে রাতে ঘুম হয়না, তাদেরকে ছাড়া সে কিভাবে থাকবে। তার মধ্যে এই চিন্তাটাও ছিল সে আর কত দিন হায়াত পাবে যদি মারা যায় তবে কী হবে। যাক সেটাতো আল্লাহর হুকুম তবে যতদিন সে জীবিত থাকবে ততদিন তার বন্ধুদেরকে সে মনে রাখবে আর যতদিন বেঁচে থাকবে সবাইকে নিয়ে একসাতে বাচঁবে । কিন্তু নীয়তির একি করূণ পরিনতী জানিনা স্কুল জীবনকে বিদায় দেওয়ার আগে পৃথিবী থেকে বিদায়নিতে হল তা ও আবার একা নয় তার তিনজন বন্ধু ও নিজের ছোট ভাইকে নিয়ে। মাতামুহুরি তাদের কে রেহায় দিলনা। SSC exam এর পরে এমশাদের Birthday trite দেওয়ার কথা ছিল সেটিতো আর দেওয়া হলনা। বিস্তারিত মৃত্যুর আগে এমশাদের লিখে যাওয়া চিঠিতে।