৫ মেধাবী শিক্ষার্থীর নিহত হওয়ায় উপজেলা চেয়ারম্যারের গভীর শোক ও সমবেদনা
মাতামুহুরী নদীতে নিখোঁজ চকরিয়া গ্রামার স্কুলের ৫ শিক্ষার্থীর দূর্ভাগ্যজনক আকষ্মিক মৃত্যুতে আমি চকরিয়া উপজেলা বাসী ও উপজেলা প্রশাসনের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারসমুহের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই কোন ভাবেই সহিবার নয়! তাদের এহেন করুন মৃত্যুতে পুরো চকরিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তাদের পরিবার’কে আমি সান্ত্বনা দেওয়া ভাষা হারিয়ে ফেলেছি! মহান আল্লাহ তাদের আত্মীয়-স্বজন,শিক্ষকমন্ডলী,শুভাকাঙ্ক্ষী ও পরিবার-পরিজনদের এই শোক সহিবার তৌফিক দিন।
মহান আল্লাহ এই নিষ্পাপ শিশুদের শহীদি মর্যাদা দান করুন।
শোক প্রকাশে
আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ
চেয়ারম্যান
উপজেলা পরিষদ পরিষদ চকরিয়া
সভাপতি
চকরিয়া উপজেলা আওয়ামীলীগ।