কক্কসবাজার অফিসঃ
ক্সবাজারের বর্তমান জেলা প্রশাসক মোঃ আলী হোসেন পদোন্নতি পেয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ন সচিব হয়েছেন। প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব (জন নিরাপত্তা) মোঃ কামাল হোসেনকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছে ।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে কক্সবাজারসহ ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ এবং ৩ ডিসিকে অন্য জেলায় বদলি করে এ আদেশ জারি করে। ছয় বিভাগীয় শহরে বাইরে কক্সবাজারসহ যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরিয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।