আব্দুর রহমান ঃবর্ণিল আয়োজনে পর্যটনসেবী সংগঠন ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ এর অভিষেক অনুষ্ঠান, শপথ পাঠ ও ঈদপুণর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে। ২৭ জুন বুধবার রাতে হোটেল সীগালের হল রুমে সংগঠনের সভাপতি মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদপুণর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড. এ,কে,এম ইকবাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আফসার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী লে. কর্নেল আনোয়ার হোসেন, কাস্টম এন্ড ভ্যাট এক্সাইজের বিভাগীয় কমিশনার কামরুল ইসলাম।