*coxstv /কক্সবাজার টিভিতে জরুরী ভিত্তিতে সাংবাদিক /সংবাদদাতা প্রতিনিধি নিয়োগ ********
***আচ্ছালামু আলাইকুম। আশা করছি সবাই ভাল আছেন। বাংলাদেশে প্রচারিত আমাদের ওয়েব মিডিয়া ও সংবাদমাধ্যম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল coxstv.com / ক্ক্স টিভি/কক্সবাজার টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম।
কক্সবাজার জেলার প্রথম অনলাইন টিভিতে সংবাদ সংগ্রহ করার জন্য কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় একজন করে কর্মঠ, সৎ এবং সাহসী সাংবাদিক/সংবাদদাতা নিয়োগ করা হবে।
⇒আবেদনের যোগ্যতা⇐
➤উপজেলা প্রতিনিধিঃ
➜ কর্মঠ, সৎ এবং দক্ষ হতে হবে।
➜ এইচ.এস.সি পাশ হতে হবে।
(টিভিতে পূর্বে কাজ করা অভিজ্ঞতা সমপন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সিথিলযোগ্য।)
যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন। নিয়োগ প্রাপ্তদেরকে যোগ্যতার ভিত্তিতে বেতন ভাতা / সম্মানি প্রদান করা হবে। অফিসের জন্য একজন দ্ক্ষ ভিডিও এডিটর নিয়োগ করা হবে।( বেতন আলোচনা সাপেক্ষে) আগ্রহীরা আমাদের ই-মেইলে আপনার বায়োডাটা পাঠিয়ে দিন আজই।
⇒ বায়োডাটা পাঠানোর নিয়ম⇐
➞ স্ব-স্বাক্ষরিত বায়োডাটার স্ক্যানিং কপি।
➜ ভোটার আইডি কার্ডের/ জন্ম সনদের স্ক্যানিং কপি।
➜ শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যানিং কপি।
➜ ছবির স্ক্যানিং কপি।
➜ সিভি পাঠানোর মেইল– news.coxstv@gmail.com
⇒সুযোগ সুবিধা⇐
⟲ সিনিয়রিটি ও দক্ষতা অনুযায়ী অনলাইন পত্রিকা ও টিভিতে কাজের সুযোগ তৈরী।
⟲ নিজের এলাকায় কাজের সুবিধা।
⟲ মেধা ও দক্ষতা অনুযায়ী সময়োপযোগী বেতন ভাতা/ সম্মানী বৃদ্ধির ব্যবস্থা। দায়িত্ব পালনে সম্মানহানীর শিকার হলে যথাযত আইনি সহায়তা প্রদান।
সিভি ও সংবাদ (ভিডিওসহ)পাঠানোর জন্য- news.Coxstv@gmail.com/ redwanulkarim20@yahoo.com
➤ আমাদের ফেসুবক পেইজ coxstv.com/ কক্সবাজার টিভি
➤ আমাদের ইউটিউব চ্যানেল coxstv.com
আমাদের অনলাইন coxstv.com/ কক্সবাজার টিভি
➤ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ ০১৯৮৪৭৯৭৮৪০।
বিঃ দ্রঃ যে কোন ধরনের পরিবর্তন বা পরিমুদ্রনের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হইবে।