

বিশেষ প্রতিবেদকঃ আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে দিন শেষে মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ৮০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ প্রার্থীসহ সর্বমোট ১০৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৪ জুন) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তারা সবাই মনোয়নপত্র জমা দেন। কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, কক্সবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিলো আজ ২৪ জুন বিকাল ৫টা পর্যন্ত। আজকে মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন সিকদার, গতবারের নির্বাচিত জামায়াত সমর্থিত মেয়র সরওয়ার কামাল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. জাহেদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আনোয়ার।
এছাড়াও মেয়র পদে আরো মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী ও পৌর কাউন্সিলর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসান। এর মধ্যে কায়সারুল হক জুয়েল ও জিসান উদ্দীন জিসান মনোনয়নপত্র জমা দেননি। কিন্তু মোহাম্মদ আলী জমা দিতে গিয়েও সময় শেষ হয়ে যাওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র ও কাউন্সিলর পদের অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিয়ম মেনেই সবার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।’
উল্লেখ্য, ৬ মেয়রপ্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ৮০ ও সংরক্ষিত (মহিলা) থেকে ১৮ জনসহ সর্বমোট ১০৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগমী ৩ জুলাই মনোয়ন বাতিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।