বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চকরিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির অন্যতম সদস্য মনিরুল আমিনের পদ স্থাগিতাদেশ প্রত্যাহার করেছে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদল। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মনিরুল আমিনের আবেদনের প্রেক্ষিতে উক্ত স্থাগিতাদেশ প্রত্যাহার করা হয়। একই সাথে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটিকে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সকল কর্মকান্ডে তাকে সম্পৃক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ও কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবকদল নেতা মনিরুল আমিন।##