আজি যেন সব ই গেল
কোথায় হারিয়ে
তবু তারে দুচোখ ডাকে বারে বারে
আমার ই মনের অজান্তে
তারে কাছে পাওয়ার আকাশসম আবেগ এসে
রোজ জড়িয়ে ধরে আমাকে
আর
চিৎকার দিয়ে বলে মন
তোমাকে পেতে চাই যে সারাক্ষণ
জানি নাহ
তবু কেন আজো তোমার এত দূরে বিচরণ
জানি নাহ
তবুও কেন তোমার দূর আকাশে গমণ
তোমার ছায়ার খোজেঁ আজো আমার এই মন
কাদেঁ যে সারাক্ষণ
তা ত তুমি ভাল ই জান ।
তবে তুমি কি আমার দুচোখের অশ্রুভেজা সুর শুণতে পাও নাহ ?
তুমি কি আমার অকৃত্রিম ভালবাসার সুঘ্রাণ পাও নাহ?
নাকি সবকিছু শুণতে
পাওয়ার পর ও
চোখ বন্ধ করে
দূর দেশে বসে আছ?
কিন্তু কেন এমন করছ ?
তুমি জান নাহ ?
আমি যে তোমার অপেক্ষায়
আজো পথ চেয়ে বসে আছি।
তুমি জান নাহ?
আমার পাহাড়সম চিন্তার মাঝে এখন একটাই আত্ন উপলব্ধি
আর সেটা হল
কখন আসবে তুমি ?