চকরিয়া অফিস:
বঙ্গবন্ধু সৈনিক লীগ চকরিয়া পৌরসভা শাখার সভাপতি সাবেক ছাত্র নেতা পৌরসভা ২নং ওয়ার্ডের শমসেরপাড়া এলাকার নুর আহমদের পুত্র শাহ আলম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। গত ১০জুন’১৮ইং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান। এদিকে বঙ্গবন্ধু সৈকিলীগ নেতা শাহ আলম জামিনে মুক্তি পেয়ে চকরিয়া পৌরসভায় পৌছলে সরকারী হাইস্কুল রোড শমসেরপাড়ায় পৌছলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ তাকে ফুলেল সংবর্ধনা জানান।
জানাগেছে, বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা শাহ আলমের পৈত্রিক মালিকানাধীন চিরিংগা মৌজার বিএস খতিয়ান নং ৫৭, দাগ নং ১৯১, ১৯৪ ও ১৯৮ এর ভোগ দখলীয় জমি নিয়ে সাজানো অভিযোগ তুলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত,চকরিয়ায় ফৌজদারী অভিযোগ (নং সিআর ৭৭৭/১৭) দায়ের করেন একই এলাকার মরহুম আনু মিয়ার পুত্র নুরুল ইসলাম। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বাদী পক্ষে এক তরফীয়ভাবে আদালতে মিথ্যা দাখিল করলে বিবাদী পক্ষগনের বিরুদ্ধে সমন জারি। ওই মামলায় ৬জনকে অভিযুক্ত করা হলেও ইতিপূর্বে ৫জন আসামী আত্মসমর্পন করে জামিন লাভ করে। পরবর্তীতে মামলার ৩নং আসামী বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা শাহ আলম জামিনের জন্য আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ১ সপ্তাহ ধরে কারাভোগ থাকার পর সর্বশেষ গত ১০ জুন জেলা ও দায়রা জজ আদালত,কক্সবাজার থেকে মিস মামলা করে জামিন লাভের পর গতকাল ১১ জুন দুপুরে চকরিয়া পৌছলে বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত হয়ে ফুল দিয়ে গণসংর্ধনা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সন্ত্রাস,জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য সচিব তরুণ আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী।