চকরিয়ায় ইফতার ও দোয়া মাহফিলে প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ
চকরিয়া অফিস:
কক্সবাজার জেলায় অরাজনৈতিক ভাবধারায় সাড়া জাগানো আলোচিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পী গোষ্টীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল ১০ জুন বিকাল ৪টায় চিরিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। শিল্পী গোষ্টীর পরিচালক নাঈম ছোবহান নয়নের সভাপতিত্বে ও সহপরিচালক ইশফাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি ও মোহনা শিল্পী গোষ্টীর প্রতিষ্ঠাতা মো: আবদুল মজিদ। দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার ছুরতিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ও সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবুল কালাম মুরাদ, বিশেষ আলোচক সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক, বাংলাদেশ বেতার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য শাহ মোহাম্মদ জাহেদ, মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্টাতা পরিচালক এমএম এইচ ইয়াছির আরাফাত চৌধুরী, বিশিষ্ট সংগীতাভিনেতা শিল্পী এরফানুল হক, সাবেক পরিচালক শিল্পী দিদারুল ইসলাম ইমন চৌধুরী, উপ-পরিচালক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক শিল্পী সাইফুল ইসলাম, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৌতুকাভিনেতা মোহাম্মদ আলী, সরওয়ার আলম, শিল্পী ছিদ্দিকুর রহমান রায়হান, শাহিন চৌধুরী আসাদ, জাহেদুল ইসলাম, মনোয়ার আলম, আবদুল মালেক, প্রবাল শিল্পী গোষ্টীর উপপরিচালখ মো: ওয়াহিদ, আহবান শিল্পী গোষ্টীর মো: শাহেদ, অন্যতম শিল্পী গোষ্টীর আবু তৈয়ব, তামজিদ সহ মোহনা শিল্পী গোষ্টীর সদস্যগন ও শুভাকাংখীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি বলেন, কক্সবাজার জেলায় ইসলামী সাংস্কৃতি প্রতিষ্ঠায় শীর্ষ ভূমিকা রেখেছেন মোহনা শিল্পী গোষ্টী। এ সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে অরাজনৈতিক মনোভাব প্রকাশ করে জেলার প্রত্যেকটা অঞ্চলে যেভাবে নির্লসভাবে কাজ করেছে এটি ইসলামী সাংস্কৃতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। মোহনা শিল্পী গোষ্টীর পতাকা তলে সমবেত হয়ে যেসব শিল্পী আজ সারাদেশে ইসলামী সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকান্ড ছড়িয়েছেন তা উজ্জল দৃষ্টান্ত। জেলার অধিকাংশ শিল্পী মোহনারই সৃষ্টি। তাই সকলকে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠায় সব ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।