সীমান্ত জনপদে অপরাধীদের আতংক, চৌকষ পুলিশ কর্মকর্তা, রণজিত কুমার বডুয়া পূণরায় টেকনাফ মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।
তাঁর নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা দিয়ে সীমান্ত জনপদ টেকনাফের অপরাধ ও মাদকের বিরুদ্ধে বরাবরের মতো কার্যকরী ভূমিকা রাখবেন বলে প্ররত্যাশা করেন সচেতন মহল।
সীমান্তে মাদক এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে তিনিই মূলত প্রথম অভিযান শুরু করেছিলেন৷ তারই ধারাবাহিকতায় মানব পাচার বন্ধ হয়েছিল৷ তারই আলোকে এবারেও মাদক নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে তিনি রের্কড সৃষ্টি করবেন৷