চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলাধীন পুর্ব বডভেওলা সিকদারপাডা ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার২৫০ জন এবং হজরত খদিজাতুল কোবরা ( রা:) বালিকা এতিমখানার ১৫০ জন মোট ৪০০ জন এতিম নিবাসীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোষাক সামগ্রী বিতরন অনুষ্ঠান ৬ জুন ২০১৮ বিকাল ২ টায় এতিমখানা মিলনায়তনে এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। এ সময় আলহাজ্ব মাওলানা মন্জুরুল কাদের টুক্কু, মাওলানা হাকীম মনজুরুল কাদের বাবুল, মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা মোছলেহ উদ্দিন কাদেরী, মাস্টার রিদুয়ানুল ইসলাম বি,এস,সি, মাস্টার সেলিম উদ্দীন,হাজী নুরুল আমিন, মাস্টার জহিরুল ইসলাম, হাফেজ আহমদ হোসেন, রুহুল আমিন টুক্কুসহ এতিমখানার শিক্ষক ও নিবাসীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বলেন সরকার ও দানশীল ব্যাক্তিদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এতিমখানার যাবতীয় ব্যয় নির্বাহ করা হয় এবং নিবাসীদেরকে ধর্মীয় শিক্ষার পাশা পাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষা দেওয়া হয়।