ওমর ফারুক সুমন, হালুয়াঘাটঃ
হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের দর্শার পাড় গ্রামের সেই অসহায় বৃদ্ধা মহিলা আফজান বিবি অবশেষে পেলো বয়স্ক ভাতার কার্ড। হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও সমাজ সেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব তাদের আন্তরিক প্রচেষ্টায় কার্ডটির ব্যবস্থা করেন এবং ৭ জুন বৃহঃপতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আফজান বিবির হাতে কার্ডটি হস্তান্তর করেন। ইতিমধ্যে আফজান বিবিকে নিয়ে সারাবিশ্বে যতেষ্ঠ নাড়া দিয়েছে। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায় খবরটি। এছারড়া বিভিন্ন জাতীয় দৈনিকে খবরটি প্রকাশিত হলে অনেকেই পাশে দাড়াতে চেয়েছেন।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আফজানের খোঁজ নিয়েছে অনেকেই। কেউ ব্যবস্থা করেছেন খাবারের আবার কেউ কিনে দিয়েছেন পোশাক। কেউ কিনে দিয়েছেন ঘর করার জন্যে টিন। অনেকেই সহযোগীতার হাত বাড়িয়েছেন। বর্তমানে একটি ঘর তৈরির কাজ চলছে।