গত ০৫/০৬/২০১৮ ইং তারিখ হতে সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৬/০৬/২০১৮ ইং তারিখ সকাল ০৮.০০ টা পর্যন্ত¡ অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম , পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) জনাব মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (আইসিপি) জনাব মোঃ খায়রুজ্জামান, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই আবুল কালাম, এসআই দূর্লভ চন্দ্র দাস, এএসআই হারুন অর রশিদ, এএসআই টিটু কুমার, এএসআই রাজীব বৈরাগী সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া, সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ০১। মোঃ ইয়াছিন, পিতা- মৃত আবুল বশর, সাং- পূর্ব গুমনন্ডী, ০৬নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ০২। সাহাব উদ্দিন প্রঃ শাহজাহান, পিতা- মৃত মোঃ ইউসুফ আলী, সাং- খামার পাড়া, চৌফলদন্ডি ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। আব্দুল সত্তার প্রঃ বুলু, পিতা- বেদার মিয়া, সাং- দঃ নাইক্ষংদিয়া, পোকখালী, ০৪। মনসুর আলম, পিতা- মৃত মোঃ হোসেন, সাং- কালো ফকির পাড়া চৌফলদন্ডি, থানা ও জেলা- কক্সবাজার, ০৫। মোঃ আরমান, পিতা- বশির আহম্মদ, সাং- লাইট হাউজ পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। মোঃ জয়নাল আবেদীন, পিতা- মৃত নশা মিয়া, সাং- পিটি স্কুল দক্ষিণ রুমালিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৭। মেহেদী হাসান বাবু, পিতা- মোঃ সেলিম, সাং- লাইট হাউজ পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৮। মোঃ আবুল কালাম প্রঃ বাবু, পিতা- সামছুল আলম ড্রাইভার, সাং- দক্ষিণ রুমালিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।