মুছা ইবনে হোছাইন বপ্লিব,চকরিয়া:
চকরিয়ার ঐতিহ্যবাহী ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন “চকরিয়া রেনেসাঁ শিল্পী গোষ্ঠী “র উদ্যোগে নবিন ও প্রবীণ শিল্পীদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি, রেনেসাঁর প্রতিষ্ঠাকালীন শিল্পী ও চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্টাতা মোঃ আব্দুল মজিদ।
অনুষ্ঠানটি প্রবাল সাহিত্য-সাংস্কৃতিক সংসদের পরিচালক আরমান মাহমুদের সভাপতিত্বে আর রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর পরিচালক নেজাম উদ্দিন টিটু ও সহকারী পরিচালক কুতুব উদ্দিন রিয়াজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবাল সাহিত্য-সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক সাংবাদিক মুসা ইবনে হোসাইন বিপ্লব। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও সমাপনী মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আশরাফুল মোস্তাফা বিন নূরী। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শাহারিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক নাঈম সোবহান নয়ন, শিল্পী আমানুল্লাহ, প্রবালের সহকারী পরিচালক ওয়াহিদুল ইসলাম রানা, প্রবালের আবু সালেহ মোঃ জুনাইদ, মাহমুদুল হাসান আনাস, শিল্পী আবু মুসা, শেফায়ত হোসাইন সাব্বির, মারুফুল ইসলাম, শেফায়ত হোসাইন প্রমুখ।