শাহ মো: জাহেদ,চকরয়িা
চকরিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রিয়াজ উল আলম বলেছেন, ইসলামী ব্যাংক চকরিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রাহক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ব্যাংকে কর্মরত কর্মচারীদের সততা, স্বচ্ছতা ও সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার কারণেই ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বেড়েছে। জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্যই ইসলামী ব্যাংকের সেবা উন্মুক্ত। দেশের চলমান উন্নয়নেও এ ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল বুধবার (৬ জুন) ব্যাংকের মিলনায়তনে ব্যবস্থাপক মনজুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মো: আবু তৈয়ব, চকরিয়া শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী, কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক কামাল, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, প্রধান আলোচক ছিলেন চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ বশির আহমদ। উপস্থিত ছিলেন চকরিয়া ইউনিক হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর আখতার আহমদ এমএ, চকরিয়া মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো: হেদায়ত উল্লাহ, ব্যাংকের গ্রাহক ও আওয়ামীলীগ নেতা দলিলুর রহমান চৌধুরী, মো: আসলাম চৌধুরী, হাজী ছালেহ আহমদ সওদাগরসহ সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।